নিরুদ্দেশ

বেবী সাউ

যাত্রা

সমস্ত নদী হাতজোড় করে
আছে প্রার্থনার কাছে

গল্প বলছে কুয়োবাড়ি

ব্যাঙের সঙ্গে জলের সম্পর্ক
যত ক্ষীণতার দিকে এগোচ্ছে

পাউডার মাখছে নরম রোদ
ছাতনাতলা

ঘেমো জামার সঙ্গে যুক্ত হইচই
রেললাইনে জমিয়ে তুলছে জমাটি বন্ধুত্ব

নুপূর ভেঙে ফেলা পাখিরা
দাঁত দিয়ে সুতো কাটছে
যাতে বোতাম ঘর বরাবর থাকে

এমনসব দিনে জল ভেজা দুঃখ
ভুল সুরে গান গেয়ে ওঠে

বিপ্লব

কফিনে ধর্মঘট বলেই
কিন্তু আত্মারা শহর ভ্রমণে বেরিয়েছে

হোমাগ্নি আগুনে প্রেমের মুখ
পায়ের সঙ্গে যুক্ত হচ্ছে স্মৃতির পালক

সূর্যাস্ত রঙের সাথে এইযে সম্পর্ক গড়ে তুলছে à¦®à§‡à¦—à¦¾à¦ªà¦¿à¦•à§à¦¸à ²
অনন্তকাল পেরেক ঠোকার শব্দ ভাসছে

শীতল ঠোঁট পুড়ে যাচ্ছে প্রাচীন চুম্বনে

à¦¨à¦¿à¦°à§à¦¦à§à¦¦à§‡à ¶

মেহগনি রোদের সঙ্গে
বচসাময় জল

পুকুরভর্তঠসাঁতার

উথালের সঙ্গে পাতালের যোগসাজশ খুঁজতে খুঁজতে
শকুন ঢুকে পড়ছে মেঘের গভীরে

ফকির নামে যেসব মানুষ পরিচয়
খুঁজছে

চায়ের কাপ গরম করছে
আলোর খোশবু